kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

সত্যিই রাজসীক ছিল দানবগুলো, উঠে এলো ছবিতে

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুন, ২০১৯ ১৫:১৪ | পড়া যাবে ২ মিনিটেসত্যিই রাজসীক ছিল দানবগুলো, উঠে এলো ছবিতে

ডাইনোসর মানেই এক দানবের গল্প। আর তা মোটেও মিথ নয়। বিলুপ্ত এই প্রাণীটিকে নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ শেষ হবার নয়। ডাইনোসর মানেই আমাদের সামনে উঠে আসে এক প্রাণনাশী শিকারী প্রাণী। জুরাসিক পার্ক থেকে বেরিয়ে আসা দুঃস্বপ্নের মতোই মনে হয়। তবে এবার ক্রিশ্চিয়ান ভইটের ফটোগ্রাফিতে ডাইনোসরের সংরক্ষিত কঙ্কালে অনবদ্য ছবি ফুটে উঠেছে। এক সময়ের প্রকৃতিতে রাজ করা প্রাণীটির রাজসীক দিকগুলোই ফুটে উঠেছে ছবিতে। 

এ গ্রহে ডাইনোসর রাজত্ব করে ১৮০ মিলিয়ন বছর। ফটোগ্রাফার বেশ কয়েক ধরনের ডাইনোসরের কঙ্কালের ছবি তুলেছেন। 

ক্রিশ্চিয়ান জানান, আমি আসলে কঙ্কালগুলোকে জীবন্ত করার চেষ্টা করেছি। মানুষকে বোঝাতে চেয়েছি এগুলো হলিউডি সিনেমার দৃশ্য নয়। এগুলো সত্যিকারের প্রাণীর অস্তিত্বের জানান দেয়। 

এই পেশাদার ফটোগ্রাফার ইউরোপে প্রকৃতির ইতিহাসের ৫টি জাদুঘরে ঘুরে বেরিয়েছেন। সেসব স্থান থেকে ডাইনোসরের কঙ্কালের ছবিগুলো তুলেছেন। জানিয়েছেন, প্রাকৃতিক আলোতেই ছবিগুলো তুলেছেন। পেছনে কেবল একটি কালো পর্দার ব্যবহার ঘটেছে। একটা মনের মতো ছবির জন্যে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করেছেন। 

ক্রিশ্চিয়ান বলেন, আমি ওগুলো স্পর্শই করতে পারিনি। এদিক ওদিক সরানোর তো প্রশ্নই ওঠে না। কাজেই ছবি তুলতে সেরা কোণ বেছে নিতে হয়েছে। 

সূত্র: ডেইলি স্টার 

মন্তব্যসাতদিনের সেরা