kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

বাইকে গরু, ভিডিও ভাইরাল

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০১৯ ১৮:২৪ | পড়া যাবে ২ মিনিটেবাইকে গরু, ভিডিও ভাইরাল

পোষা কুকুর-বিড়ালকে সাইকেল কিংবা বাইকে চড়িয়ে অনেকেই ঘুরতে বের হন। সেইসব দৃশ্য আমরা কমবেশি সবাই দেখেছি। কিন্তু বাইকে গরুর মতো বড় প্রাণীকে বসিয়ে ঘুরে বেড়ানোর খতা যেন কল্পনা করাই যায় না।

সে কারণেই হয়তো গরুকে বাইকে বসিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে  পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। আর বাইকের সামনের অংশে বসে আছে একটি গরু। গরুটির গায়ে চাদর জড়িয়ে দেওয়া আছে। গরুকে সামনের দিকে বসিয়ে নিয়ে ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তার পাশ দিয়ে বাইক নিয়ে যাওয়া দু’জন এই দৃশ্য ধারণ করেন।

গরুকে বাইকে চড়িয়ে ঘুরতে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এ ধরনের কাজের জন্য ওই ব্যক্তির প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে বাইকে নিয়ে ঘোরার জন্য নেতিবাচক সমালোচনাও হয়েছে ওই ব্যক্তিকে ঘিরে। 

অনেকের অভিযোগ, এভাবে বাইকে গরু নিয়ে ঘুরে পশু সুরক্ষা আইন ভঙ্গ করেছেন ওই ব্যক্তি। তবে প্রতিক্রিয়া যে ধরনেরই আসুক না কেন, গরুকে বাইকে চড়ানোর ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরো হিট।

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা