kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

পানির পাইপে পড়া শিশুকে হিরোর মতো বাঁচাল কিশোর (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৯ ২০:৪৮ | পড়া যাবে ১ মিনিটেপানির পাইপে পড়া শিশুকে হিরোর মতো বাঁচাল কিশোর (ভিডিওসহ)

পার্কে বিকেল বেলা খেলতে গিয়েছিল ছোট্ট মেয়েটি। খেলতে খেলতে ঢাকনা খোলা পানির একটি পাইপে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হয়ে যায় পার্কে উপস্থিত লোকজন। 

কিন্তু পানির পাইপ পিচ্ছিল হওয়ার কারণে সেখানে নেমে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করতে পারছিলেন না কেউই। ওই পার্কে খেলতে যাওয়া ১২ বছরের এক কিশোর নাটকীয় ভঙ্গিতে পাইপে মধ্যে পড়ে যাওয়া বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোতে।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সবাই যখন ওই শিশুকে উদ্ধার করতে না পেরে চিৎকার করতে শুরু করেছে, তখন বাচ্চাটিকে উদ্ধার করতে ছুটে আসে ১২ বছরের ওই বালক। ওই কিশোরের পা বেল্ট দিয়ে ধরে রাখেন সেখানে উপস্থিত জনতা। আর ওই বালক পাইপ বেয়ে নেমে জীবন বাঁচায় ছোট্ট মেয়েটির।

মস্কোর একটি পার্কে সম্প্রতি ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সেই বালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। 

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা