kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

সেক্স ডলের বিকাশ ঘটাবে ৫জি প্রযুক্তি, ঝুঁকিতে সামাজিক রীতিনীতি

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৯ ১৯:৫৮ | পড়া যাবে ২ মিনিটেসেক্স ডলের বিকাশ ঘটাবে ৫জি প্রযুক্তি, ঝুঁকিতে সামাজিক রীতিনীতি

৫জি প্রযুক্তির উন্নয়নে সেক্স ডলের আরো উন্নয়ন সাধিত হবে। এমনকি মানুষের মতো যৌনাচারণ করতেও সক্ষম হবে সেক্স ডল। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এতে করে সামাজিক রীতিনীতি বেশ ঝুঁকিতে পড়বে।  

সেক্স ডল সংগ্রাহক ব্রিক ডলবেঞ্জার বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, নতুন নতুন প্রযুক্তির উন্নয়নে কিছু সুবিধা যেমন পাওয়া যাচ্ছে, বড় ধরনের ঝুঁকির সম্মুখীনও হতে হচ্ছে। সে কারণে এসব প্রযুক্তির উন্নয়নে সব দিক বিবেচনায় রাখা উচিত বলেও মনে করেন তিনি।

প্রযুক্তির উন্নয়নের ফলে সেক্স ডল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিয়ালবোটিক্স নতুন ধরনের রোবটে ওয়াইফাই সংযুক্ত করে দিচ্ছে। তাদের কণ্ঠস্বর একেবারে মানুষের মতো করার চেষ্টা চলছে। সেসব সেক্স ডলে ৫জি গতির ইন্টারনেট সুবিধা দেওয়া হলে তার প্রভাব সমাজে কতটা পড়বে সেটা নিয়েও কপালে ভাঁজ পড়ছে বিশেষজ্ঞদের।

ব্রিক ডলবেঞ্জার আরো জানিয়েছেন, রিয়ালবোটিক্সের তৈরি উন্নত সেক্স ডলগুলো অনলাইনেও সাবলীলভাবে যৌনানুভূতি প্রকাশ করতে পারবে। মানুষের মতো তারাও সাবলীলভাবে যৌনাচারণ করতে পারবে। কোনোভাবেই এসব রোবট আর মানুষের পার্থক্য বোঝা যাবে না।

ব্রিক মনে করেন, তথ্যের জন্য রোবটে ৫জি প্রযুক্তি সংযুক্ত করা যেতে পারে। সে ক্ষেত্রে রোবটগুলো যারা নিয়ন্ত্রণ করছেন, তাদেরও আপডেট হতে হবে।

মাসখানেক আগে এক সাক্ষাৎকারে বিক বলেছিলেন, যেভাবে সেক্স ডলের অগ্রগতি ঘটছে, তার ফলে কৃত্রিম যৌনতার বিপ্লব ঘটে যেতে পারে। 

মন্তব্যসাতদিনের সেরা