kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

মাইগ্রেন থাকলে মস্তিষ্কে কী ঘটে?

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মে, ২০১৯ ১৫:৩৭ | পড়া যাবে ১ মিনিটেমাইগ্রেন থাকলে মস্তিষ্কে কী ঘটে?

মাইগ্রেনের ক্ষেত্রে মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যে নানা ধরণের পরিবর্তন হয়।

প্রাথমিকভাবে, আপনার মস্তিষ্কের মধ্য অংশে রাসায়নিকের পবাহে পরিবর্তন হয়। এর ফলে মাথার খুলির চামড়ায় অবস্থিত স্নায়গুলোতে সমস্যার তরি হয়। যার কারণে মাথাব্যথা হয়। 

দ্বিতীয়ত, এই মাথার ব্যথার কারণে দ্রুত বিষণ্নতা তৈরি হয়, যা এক ধরণের বৈদ্যুতিক প্রক্রিয়া। যেটি মস্তিষ্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে যায়; এটি 'অরা' বলা হয়। স্নায়ু বিভিন্ন উপসর্গ বোঝাতে 'অরা' শব্দটি ব্যবহার করা হয়। এগুলোকে দৃশ্যমান এবং অদৃশ্য এই দুই ভাগে ভাগ করা হয়।

দৃশ্যমান অরার ক্ষেত্রে, মানুষ কখনো কখনো আকাশের তারার আলোকছটা বা আলোর ঝলকানি দেখা থেকে শুর করে কখনো কখনো সীমিত সময়ের জন্য অন্ধও হয়ে যেতে পারে। 

অদৃশ্যমান অরার ক্ষেত্রে, অসারতা বা খচখচানিম হাতে বা পায়ে সূক্ষ্ণ খোঁচা অনুভব করা বা মাথা ঘোরার মত অনুভূতি হয়ে থাকে। আর কখনো কখনো বমি বমি ভাব হওয়া বা বমি হওয়ার মত উপসর্গও লক্ষ করা যায়।

সূত্র : বিবিসি

 

মন্তব্যসাতদিনের সেরা