kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

মৌমাছির ম্যাকডোনাল্ডস

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০১৯ ১৭:২৯ | পড়া যাবে ১ মিনিটেমৌমাছির ম্যাকডোনাল্ডস

পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির ম্যাকডোনাল্ডস এটি। তবে এর ভেতরে ঢুকে খাবার খাওয়া মানুষের পক্ষে সম্ভব না। জানা গেছে, ম্যাকডোনাল্ডসটি তৈরি করা হয়েছে কয়েক হাজার মৌমাছির বসবাসের জন্য।

একটি ম্যাকডোনাল্ডসে থাকা প্রতিটি শাখার আদলে জায়গা রাখা হয়েছে এতে। সোজাভাবে বললে এটি ম্যাকডোনাল্ডসের একটি মিনিয়েচার। এমনকি ম্যাকডোনাল্ডসে যে ধরনের মেন্যু থাকে তার ছবি যত্ন সহকারে দেয়ালে লাগিয়ে দেওয়া হয়।

ক্ষুদ্র এই ম্যাকডোনাল্ডস রাখা হয়েছে সুইডেনে। জানা গেছে, বিজ্ঞাপন সংস্থা নর্ড ডিডিবি তাদের ঘরোয়া উৎসবে ভিন্ন মাত্রা নিয়ে আসার জন্য ক্ষুদ্র ম্যাকডোনাল্ডসটি তৈরি করেছে। বিজ্ঞাপন সংস্থাটির ম্যাকহিভ নামের এক ব্যক্তি সেটির পরিকল্পনাকারী।

ক্ষুদ্র এই ম্যাকডোনাল্ডসের ভেতরে মৌমাছির মধু রাখা ও বাচ্চা ফোটানোর ঢাল রয়েছে। ছাদ সরিয়ে ফেলার পর সেই দৃশ্য দেখা যায়। ম্যাকডোনাল্ডসটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা