kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

ফুঁসছে আগ্নেয়গিরি পোপোক্যাটপিটল, কুণ্ডলীর উচ্চতা প্রায় এক কিলোমিটার (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০১৯ ১৩:০৯ | পড়া যাবে ১ মিনিটেফুঁসছে আগ্নেয়গিরি পোপোক্যাটপিটল, কুণ্ডলীর উচ্চতা প্রায় এক কিলোমিটার (ভিডিওসহ)

ফুঁসতে শুরু করেছে ম্যাক্সিকোর পোপোক্যাটপিটল আগ্নেয়গিরি। ম্যাক্সিকো সিটির কাছাকাছি সেন্ট্রাল মেক্সিকোতে এর অবস্থান। ওটার জ্বালামুখ থেকে ধোঁয়ার উদগীরণ ঘটছে। বেরিয়ে আসা ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.৫ কিলোমিটার ওপরে ছড়িয়ে পড়েছে। এসব তথ্য জানায় দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস। 

গতকাল বুধবার থেকে হঠাৎ করেই ধোঁয়া আর ছাই বেরিয়ে আসছে এই সক্রিয় আগ্নেয়গিরি থেকে। পোপোক্যাটপিটল থেকে ধোঁয়া ২৬২৪.৫ ফুট পর্যন্ত উঠে গেছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে। 

এটা দেশের সবচেয়ে বড় আগ্নেয়গিরির একটা। ম্যাক্সিকো সিটি থেকে ৭০ কিলোমিটার দূরে এর অবস্থান। অতি সম্প্রতি জরুরি পরিবেশগত কারণে এই আগ্নেয়গিরির তৎপরতা বেড়েছে। মূলত পরিবেশে অতিমাত্রায় দূষণের কারণে এমনটা ঘটছে। 

সূত্র: স্পুটনিক 

মন্তব্যসাতদিনের সেরা