kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

বনবিড়ালটি কি আসলে বিপদে পড়েছে? না এমনি বেড়াতে বেরিয়েছে? (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৯ ২১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেবনবিড়ালটি কি আসলে বিপদে পড়েছে? না এমনি বেড়াতে বেরিয়েছে? (ভিডিও)

ছবি ভিডিও থেকে নেওয়া

ফ্লোরিডায় বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েছিল বনবিড়ালটি।

তাকে উদ্ধারে কর্তৃপক্ষের বিরাট আয়োজনকে অগ্রাহ্য করে নিজের মত করে হাঁচড়ে-পাঁচড়ে নেমে যায় নিচে।

ফ্লোরিডায় কর্তৃপক্ষ ভাবলেন, এইকে সাহায্য করা প্রয়োজন। তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলেন এবং বনবিড়ালটিকে উদ্ধারের জন্য একটি বড় লাঠির মত বাড়িয়ে দিলেন। 

যদিও বিড়ালটিকে দেখে মনে হচ্ছিল না সে এতে খুব একটা খুশি হয়েছে। শেষ পর্যন্ত সে নিজের বুদ্ধিতেই নিচে নামার সিদ্ধান্ত নেয়। সে খুটি বেয়ে বেয়ে মাটিতে নেমে আসে।

দেখুন ভিডিওটি

মন্তব্যসাতদিনের সেরা