kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৯ ২০:৪৪ | পড়া যাবে ১ মিনিটেধানক্ষেত পুড়িয়ে দেওয়ার একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে

ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

সেখানে বলা হচ্ছে, রাজশাহী কিংবা বগুরায় ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় নিজের খেতে আগুন লাগিয়ে দিয়েছে কৃষকরা। অনেকেই ভিডিওটি শেয়ার করে সরকারের বিষোদগার করছেন। আবার কেউ কেউ তার স্টিল ছবিও শেয়ার করছেন।

প্রকৃতপক্ষে সেটি বাংলাদেশের কোনো ঘটনাই নয়, সেটি পাঞ্জাবের ঘটনা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে ধানক্ষেতের মতো দেখতে বড় একটি জমিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। আশ-পাশের লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে।

ফেসবুকে একজন লিখেছেন, 'রাজশাহীতে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় নিজের খেতে আগুন লাগিয়ে দেয় কৃষকরা। এতে হাজার বিঘার ধান পুড়ে ছাই হয়ে যায়।'

আরেকজন লিখেছেন, 'কতটা অসহায়, কতটা কষ্ট হলে থাকলে মানুষ এমটা করতে পারে....নিজের ফলানো ধান ক্ষেত আগুন দিয়েছে...।'

খোঁজ নিয়ে জানা যায়, আসলে সেটি ধানক্ষেতই নয়। সেটি গমক্ষেত। আর ঘটনাটি বাংলাদেশের নয় পাঞ্জাবের।

মূল ভিডিওটি দেখুন :

মন্তব্যসাতদিনের সেরা