kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

মদের গন্ধ বরের মুখে, বিয়ে ভাঙলেন তরুণী

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মে, ২০১৯ ১৭:০৭ | পড়া যাবে ১ মিনিটেমদের গন্ধ বরের মুখে, বিয়ে ভাঙলেন তরুণী

ভারতের উড়িষ্যার জাজপুর জেলায় হবু স্বামীর মুখ থেকে মদের গন্ধ পেয়ে বিয়ে ভাঙলেন সংঘমিত্রা শেঠি নামের এক তরুণী। 

এই ব্যাপারে  গ্রামেরই বাসিন্দা গোবিন্দচন্দ্র জানান, বিয়ের মণ্ডপে মন্ত্র পড়া চলছিল সেই সময়ে। হঠাৎই আমরা খেয়াল করি যে কনে সংঘমিত্রা বারে বারে নাক কুঁচকাচ্ছে। প্রথমে বুঝতে পারি নি বিষয়টা। কিন্তু তারপরে সে রাগে ফেটে পড়ে, বলে যে বিয়ে করবে না। সবাই অবাক হয়ে গিয়েছিলাম! কী ব্যাপার! পরে সে জানায় যে, হবু বর মদ খেয়ে বিয়ে করতে এসেছে।

এই ঘটনার পরে স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, গ্রামের মেয়েদের নিয়ে আমরা গত দুবছর ধরে অনেক মদের দোকান, ভাটি বন্ধ করেছি। যখনই বুঝতে পারি আমার হবু স্বামী মদ খেয়ে রয়েছে, তখনই মাথায় রক্ত উঠে যায়। কতটা দায়িত্বজ্ঞানহীন লোক এর থেকেই বোঝা যায়।

এদিকে পাত্র আর পাত্রীর দুই পরিবারই অনেক বোঝানোর চেষ্টা করেন যাতে বিয়েটা না ভাঙে। কিন্তু সংঘমিত্রা নিজের অবস্থানে অনড় থাকেন। পাশে অবশ্য নিজের কয়েকজন বন্ধুকে পেয়েছিলেন তিনি, যারা বিয়ে ভেঙে দেয়াকে সমর্থন করেছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা