kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

১২ মিনিটের অনুপস্থিতিতে বাথটাবে ডুবল দুই শিশু, ৬০ বছরের জেলের সামনে মা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৯ ২১:০৫ | পড়া যাবে ২ মিনিটে১২ মিনিটের অনুপস্থিতিতে বাথটাবে ডুবল দুই শিশু, ৬০ বছরের জেলের সামনে মা

১৫ মাস বয়সী মেয়ে আর ১৯ দিনের ছোট বোনকে বাথটাবে রেখে বাইরে গিয়েছিলেন বেথেনি ক্যারিকার (৩৪)। ১০-১২ মিনিট পর ফিরে আসেন তিনি।  দেখেন দুই শিশুর নিষ্প্রাণ দেহ পড়ে আছে।

তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৯ দিনের শিশুটি।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেটের সিমর শহরে। 

শিশুদের প্রতি অবহেলার অভিযোগে হয়েছে বেথেনি ক্যারিকারকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।

দুই শিশুর প্রতি অবহেলার ঘটনা হিসেবে গত এক সপ্তাহে এটি দ্বিতীয়। এর আগে গত ৭ মে ওই বাড়িতে পৌঁছান উদ্ধারকর্মীরা। 

গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর কাছ থেকে ১ মিলিয়ন ডলারের মুচলেকা নেওয়া হচ্ছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৬০ বছরের জেলও হতে পারে তাঁর।

দেশটির ডিফেন্স অ্যাটর্নি টি স্কট জোনস বলেন, কারিকারের বিরুদ্ধে অভিযোগ সর্বাধিক গুরুতর (মোস্ট সিরিয়াস) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনার শিকার শিশুদের বয়স বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

টেনেসির টেলিভিশন চ্যানেল ডাব্লিউবিআইআর-কে তিনি বলেন, 'একজন মায়ের অবশ্যই দায়িত্ব রয়েছে সন্তানের স্বাস্থ্য ও কল্যাণের ব্যাপারে সচেতন থাকার।

ক্যারিকারের একজন প্রতিবেশী এমি স্মিথ বলেন, ঘটনাটি 'একেবারেই বিধ্বংসী'। তিনি বলেন, 'দুই দুধের বাচ্চাকে বাথটাবে রেখে তিনি বাইরে গিয়েছিলেন- ব্যাপারটি অবিশ্বাস্য।' 

সূত্র : দ্য সান

মন্তব্যসাতদিনের সেরা