kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

নানা-নানীর দেহভস্ম টয়লেটে ফ্লাশ, অভিযুক্ত নাতি

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৯ ১৭:৩০ | পড়া যাবে ২ মিনিটেনানা-নানীর দেহভস্ম টয়লেটে ফ্লাশ, অভিযুক্ত নাতি

থমাস ওয়েলস

আমেরিকার পেনসিলভেনিয়ার এক ব্যক্তি তার নানা-নানীর দেহভস্ম টয়লেটের কমোডে ফ্লাশ করার অপরাধে অভিযুক্ত হয়েছেন। মা তাকে বাড়ি থেকে বের করে দেয়ার কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। 

পিটসবার্গে মায়ের সাথে থাকতেন ৩৩ বছর বয়সী থমাস ওয়েলস। তার বিরুদ্ধে দেহাবশেষের অসম্মান এবং অপরাধী কর্মকাণ্ডের দুটো অভিযোগ তোলা হয়েছে। 

প্রাথমিক শুনানীর জন্যে তাকে গতকাল সোমবার আদালতে তোলা হয়। ম্যাকিস্পোর্ট পুলিশ জানায়, ওয়েলস তার মায়ের সঙ্গে কিছু সময়ের জন্যে থাকছিলেন। কিন্তু গত সেপ্টেম্বর ছেলেকে বাড়ি থেকে চলে যেতে বলেন মা। এতেই ক্ষিপ্ত হয়ে এমন কাণ্ড ঘটায় ছেলে। 

ছেলেকে নিয়ে পুলিশের কাছে মায়ের অভিযোগ, সে কেবল গাঁজা সেবন আর মদ্য পান করতে চায়। আর কিছু চায় না সে। 

পরে তিনি তার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে, ওয়েলস তার মায়ের বাবা-মায়ের দেহভস্ম বাথরুমে গিয়ে ফ্লাশ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে বাবা-মায়ের দেহভস্ম একটি বাক্সে আগলে রেখেছিলেন ওয়েলসের মা। 

যদি পরে ওয়েলস ফোনে কথা বলার সময় মায়ের কাছে তা অস্বীকার করেছেন। তবে পুলিশকে মা জানান, ছেলে তাকে ওই ছাইভস্ম ফেলে দেবেন বলেও হুমকি দিয়ে টেক্সট করেছিল। পাল্টা বার্তাতেও মা বলেছিলেন, তুমি মারা গেলে তোমার ভস্মও...। 

বিচারের পরবর্তি দিনক্ষণ জানানো হয়নি। 
সূত্র: ফক্স নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা