kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

মুনিরার জ্ঞান ফিরল ২৮ বছর পর

কালের কণ্ঠ অনলাইন   

২৩ এপ্রিল, ২০১৯ ১৯:৩৬ | পড়া যাবে ২ মিনিটেমুনিরার জ্ঞান ফিরল ২৮ বছর পর

মিরাকল বললেও কম হবে। দীর্ঘ ২৮ বছর পর জ্ঞান ফিরেছে এক নারীর। এতদিন ধরে বিছানায় জড় পদার্থের মতো পড়েছিলেন তিনি। চিকিৎসকদের মতে, ওই নারী সম্পূর্ণ চেতনাহীন না থাকলেও, বাস্তবে কোমায় থাকার মতোই ছিলেন তিনি।

ওই নারী হাত-পা নড়াতে পারতেন না, চোখের মণি স্থির ছিল, কথা বলা বা সাড়া দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কেবল বেঁচে থাকার লক্ষণ ছিল, তীব্র ব্যথার অনুভূতিতে তার সাড়া মিলত। 

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা মুনিরা আবদুল্লাহর ছেলে ওমর ওয়েবার বলছেন, আমি কোনোদিন আশা ছাড়িনি, আমি জানতাম একদিন মা জেগে উঠবে।

জানা গেছে, ১৯৯১ সালে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। ছেলের বয়স তখন চার বছর। ৩২ বছর বয়সী মুনিরা তখন মাথায় গুরুতর চোট পান। সবকিছু সামলে নিয়ে মুনিরাকে হাসপাতালে নিয়ে যেতেও বেশ খানিকক্ষণ সময় লেগেছিল। 

পরে লন্ডনে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু হয়। তখন থেকেই জড় পরিস্থিতিতে রয়েছেন মুনিরা। এর পর আমিরাতে ফিরিয়ে নিয়ে এসে টিউব দিয়ে তাকে খাওয়ানো হত, প্রতিদিন ফিজিওথেরাপি করানো হত। 

এর পর মুহাম্মদ বিন জায়েদ আমিরাতের রাজকুমার ঘোষণা হওয়ার পর মুনিরার সমস্ত চিকিৎসার ভার নিতে চান তিনি। জার্মানিতে বিশেষভাবে তাকে ফিজিকাল থেরাপি ও ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়।

মন্তব্য