kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

মৃত্যুর পর জৈবসার হওয়ার সুযোগে চাঞ্চল্য ওয়াশিংটনে

কালের কণ্ঠ অনলাইন   

২২ এপ্রিল, ২০১৯ ২২:২৬ | পড়া যাবে ১ মিনিটেমৃত্যুর পর জৈবসার হওয়ার সুযোগে চাঞ্চল্য ওয়াশিংটনে

বিশ্বের সব দেশেই মরদেহ মাটিতে কবর দেওয়া হয় কিংবা আগুনে পুড়িয়ে ফেলা হয়। কবর দিয়ে বা আগুনে পুড়িয়ে জানানো হয় শেষ শ্রদ্ধা। কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মানবদেহ জৈবসারে পরিণত করতে চলছে প্রদেশটির সরকার। 

বিষয়টি নির্ভর করছে প্রদেশটির গভর্নরের স্বাক্ষরের ওপর। এ ব্যাপারে এক ধরনের চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওয়াশিংটনে। 

ওয়াশিংটনের সেন জেমি পেডারেসেন জানান, প্রদেশটির অনেকেই লিখিতভাবে জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা অনেক বেশি উত্তেজিত। বিষয়টি কার্যকর হলে কেউ মারা যাওয়ার পর নিঃশেষ হওয়ার পরিবর্তে বৃক্ষের মাঝে বেঁচে থাকার সম্ভাবনা বা নিজেদের জন্য আলাদা আলাদা বিকল্পভাবে বেঁচে থাকার সুযোগ পাবেন।

বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় আইন পরিষদে গত শুক্রবার একটি বিল পাস হয়েছে। সেই আইনে বলা হয়েছে, অনুমতি সাপেক্ষে কারো মরদেহ জৈবসার হিসেবে রূপান্তিরত করা যাবে।

আইনটির সমর্থকরা বলছেন, মরদেহের অবশিষ্টাংশ সবজির অবশিষ্টাংশের মতোই। এটি কোনো বাড়ির পিছনের বাগানে ব্যবহার করা যেতে পারে।

প্রদেশটির ডেমোক্র্যাটিক সরকারের গভর্নর বলেন, আইনটি এখনো চূরান্তভাবে পড়া হয়নি। বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও এখন পর্যন্ত নেওয়া হয়নি।

মন্তব্য