kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

মাতৃগর্ভে মারামারি করছে যমজ শিশু! ভাইরাল ভিডিও (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৮ এপ্রিল, ২০১৯ ১৫:১৪ | পড়া যাবে ১ মিনিটে
মাতৃগর্ভে মারামারি করছে যমজ শিশু! ভাইরাল ভিডিও (ভিডিওসহ)

যমজ ভাইবোনদের মধ্যে যেমন ভাব  থাকে, তেমন ঝগড়াও হয়। তাদের মধ্যে যেমন মিল থাকে তেমনি খুনসুটিও। কিন্তু তাই বলে মায়ের গর্ভেও এমনটা হবে, তা আশাতীত। এমনই এক আজব ভিডিও দেখে দারুন বিস্মিত হয়েছেন স্বয়ং চিকিৎসকরাও। চীনের ইয়ানচুন এলাকায় ঘটনাটি ঘটেছে।

এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, রীতিমতো মারামারি করছে যমজ সন্তানরা। 

জানা গেছে, নিয়মমাফিক চেকআপের জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। চেম্বারে চিকিৎসক তার আল্ট্রাসাউন্ড করেন। সেখানেই দেখা যায়, মাতৃগর্ভে মারপিট শুরু করে দিয়েছে তার যমজ সন্তানরা। পুরো ঘটনাটাই মোবাইলে রেকর্ড করে রাখেন ওই নারীর স্বামী। 

ভিডিওটি গত বছরের। সদ্যই যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। তাদের নাম রাখা হয়েছে চেরি ও স্ট্রবেরি। 

সন্তান জন্মের পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাদের বাবা। সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পোষ্ট হওয়ার পরপরই ১ মিলিয়ন শেয়ার, ২.৫ মিলিয়ন ভিউ, হাজার হাজার কমেন্ট পড়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা