kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

'প্লিজ গুগল, বাবাকে একদিন ছুটি দাও'

কালের কণ্ঠ অনলাইন   

১৭ এপ্রিল, ২০১৯ ২১:০৮ | পড়া যাবে ২ মিনিটে'প্লিজ গুগল, বাবাকে একদিন ছুটি দাও'

অফিসে ছুটি ম্যানেজ করার ঝক্কি কাকে বলে সেটা ভুক্তভোগীরাই ভালো জানেন। সেটা যদি হয় কোনো কর্পোরেট অফিস, তাহলে তো কথাই নেই। টেক জায়ান্ট গুগলে হয়তো ছুটি ম্যানেজ করতে পারছিলেন না এক কর্মী। তাই বাবার জন্য ছুটি চেয়ে চিঠি লিখেছিল ছোট্ট মেয়ে। অধিকাংশ সময় ব্যস্ত বাবার জন্মদিনে গুগলকে লেখা চিঠিতে খুদে মেয়েটির আবেদন, 'প্লিজ..... বাবাকে একদিনের ছুটি দেবে?' 

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার এই ঘটনাটি অতি সাম্প্রতিক না হলেও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্যালিফর্নিয়ার বাসিন্দা ছোট্ট কেটি বরাবরই বাবাকে ব্যস্ত থাকতে দেখেছে। গুগলে কর্মরত বাবার জন্মদিনে তাই বাবাকে বাড়িতে থাকতে বলে কেটি। তবে কাজের প্রয়োজনে তা সম্ভব না হওয়ায়, মেয়েকে না বলতে হয় গুগল কর্মীকে। নাছোরবান্দা মেয়ে বাবাকে কাছে পেতে নতুন ফন্দি আঁটে। রীতিমতো চিঠি লেখে গুগলকে।

চিঠিতে কেটি লিখেছে, 'প্রিয় গুগল, বাবা যখন কাজে যাবে, তুমি কি দয়া করে একদিনের ছুটি দিতে পারবে। যদি বুধবার ছুটি দেওয়া যায়। বাবা শুধু শনিবার ছুটি পান। ওইদিন বাবার জন্মদিন। এবং এটা গরমকাল! ইতি- কেটি

কেটির চিঠি গুগল পর্যন্ত পৌঁছল কীভাবে, তা জানা যায়নি। তবে সেই চিঠি ভাইরাল হতে সময় লাগেনি। ছোট্ট মেয়েটির চিঠির জবাবও দেয় গুগল। তার বাবার কাজের প্রশংসা করে কেটিকে চিঠি লেখার জন্য 'ধন্যবাদ' জানায় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। গরমের মৌসুম এবং 'জন্মদিন'-এর কথা মাথায় রেখে একদিন নয়...জুলাইয়ের পুরো সপ্তাহ ছুটি দেওয়া হয় কেটির বাবাকে। আজও ইন্টারনেটে খুঁজলে পাওয়া যায় কেটির চিঠি। 

মন্তব্যসাতদিনের সেরা