kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

ইউসিবি-সোনালী ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর

কালের কণ্ঠ অনলাইন   

১৭ এপ্রিল, ২০১৯ ১৬:৪২ | পড়া যাবে ১ মিনিটেইউসিবি-সোনালী ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১০ এপ্রিল ইউসিবি’র মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউক্যাশের মাধ্যমে ই-চালান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিবিধ ফি বা চার্জ আদায়করণের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

সোনালী ব্যাংক লিমিটেডের চিফ ফিনান্সিয়াল কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইউক্যাশ এটিএম তাহমিদুজ্জামান প্রতিষ্ঠান দু্ইটির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, সোনালী ব্যাংক লিমিটেডের গভর্নমেন্ট একাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এ. টি. এম একরামুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মন্তব্যসাতদিনের সেরা