kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

পোল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হলো আনিসুল হক এর

রেদোয়ান আহমেদ, ওয়ারশ, পোল্যান্ড থেকে   

১৭ এপ্রিল, ২০১৯ ১৬:১৩ | পড়া যাবে ১ মিনিটেপোল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হলো আনিসুল হক এর

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা লেখক, কবি, জনপ্রিয় নাট্যকার, পেশাদার সাংবাদিক দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক তিন দিনের ব্যক্তিগত সফরে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আসেন ১৬ এপ্রিল মঙ্গলবার।

এর পর তিনি পোল্যান্ড নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ওয়ারশতে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মাহফুজুর রহমান কবিকে তাঁর সম্পাদিত বিশাল বই নদীর কূলে কূলে উপহার দেন। বাংলাদেশের শিল্পী ও শিল্পকর্ম নিয়ে এ বই।

এরপর রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের আমন্ত্রণে নিজ বাসভবনে সাহিত্যিকদের সঙ্গে এক প্রাণবন্ত আড্ডা মেতে ওঠেন। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টা পেরিয়ে গিয়েছিল সেই আড্ডা। আড্ডায় উপস্থিত ছিলেন দূতাবাস প্রধান সচিব ও দূতালয়প্রধান অনির্বাণ নিয়োগী, দূতাবাসের কাউন্সিলর মাছুম আহমদসহ পোল্যান্ডে বসবাসরত বিশিষ্ট কবি-লেখক-সাহিত্যিকদের অনেকে।

মন্তব্যসাতদিনের সেরা