kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

যুক্তরাষ্ট্রের আকাশে বিশ্বের সবচেয়ে বড় বিমান স্ট্রাটোলঞ্চ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ এপ্রিল, ২০১৯ ১৭:২৪ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের আকাশে বিশ্বের সবচেয়ে বড় বিমান স্ট্রাটোলঞ্চ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোহাভে স্পেস অ্যান্ড এয়ারপোর্ট থেকে আকাশে ওড়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমান স্ট্রাটোলঞ্চ। স্থানীয় সময় শনিবার আকাশে ওড়ে এই বিমানটি।  

দানুবে এই বিমানের রয়েছে অবিশ্বাস্য ক্ষমতা। দুইটি বড় বিমান পাশাপাশি রাখা হলে যেমন আকার হয় সেরকমই আয়তন এই বিমানের। এটিতে রয়েছে বোয়িং ৭৪৭ এর ৬টি ইঞ্জিন এবং ২৮টি চাকা। বিমানটির দুই ডানার মোট দৈর্ঘ্য ১১৭ মিটার। তবে বিমানটির সবচেয় বড় বিশেষত্ব হল, এটি একইসঙ্গে তিনটি রকেট বহন করতে পারে। বহন করাতে সীমাবদ্ধ নয় বিমানটি। ওইসব রকেট উৎক্ষেপণও করতে পারে।

পরীক্ষমূলকভাবে আকাশে ওড়ে বিমানটি শনিবার। ঘণ্টায় ৩০৪ কিলোমিটার গতিতে আড়াই ঘণ্টা আকাশে ওড়েছিল বিমানটি। 

স্ট্রাটোলঞ্চয়ের নির্মাতা সংস্থা স্কেলড কমপোসিটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেন ফয়েড জানান, ‘ভালোভাবে বিমানটি আকাশে ওড়ে। মাটি থেকে রকেট উৎক্ষেপণের বিকল্প হিসেবে এটিকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’

মন্তব্য