kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

জোয়ারের টানে টালমাটাল নৌকা (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৯ ১৬:৪৫ | পড়া যাবে ১ মিনিটেজোয়ারের টানে টালমাটাল নৌকা (ভিডিও)

ভারতে গঙ্গার পশ্চিমপাড়ে রয়েছে বেলুড় মঠ। সেই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়ের পাশ থেকে গঙ্গার সৌন্দর্য্য দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় জমান। সেখান থেকে জোয়ার ভাটা খুব ভালোভাবে প্রত্যক্ষ করা যায়। 

সম্প্রতি ওই ঘাটের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, জোয়ারের পানি প্রবল গতিতে আছড়ে পড়ছে বেলুড় মঠের ঘাটে। এত বড় ঢেউ দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন উপস্থিত পর্যটকরা। প্রাণ বাঁচাতে তারা ঘাটের সিঁড়ি থেকে উপরে উঠে আসছেন।

বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রয়েছে লঞ্চ সেবা। জোয়ারের ফলে মাঝ গঙ্গায় থাকা লঞ্চের অবস্থাও ধরা পড়েছে ওই ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে, জোয়ারের ঢেউয়ে পেন্ডুলামের মতো দুলছে যাত্রীবোঝাই লঞ্চটি। যেন এই বোধ হয় উল্টে যাবে সেটি।

ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ার করেছেন।

দেখুন সেই ভিডিও

মন্তব্যসাতদিনের সেরা