kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

বসন্তকে স্বাগত জানিয়ে বাইসনের নৃত্য

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ১৯:৪৭ | পড়া যাবে ১ মিনিটেবসন্তকে স্বাগত জানিয়ে বাইসনের নৃত্য

অবলা বাইসনটি কী সত্যিই জানতো যে দিনটি ছিল বসন্তের প্রথম দিন? নইলে অমন আনন্দ নৃত্য শুরু করলো কেন। অনেকে মনে করছে, নিশ্চয়ই জানতো।

কিন্তু জানুক আর না জানুক। গত বুধবার ঘটেছে অবিশ্বাস্য ঘটনাটি। বসন্তের প্রথম দিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় একটি আমেরিকান বাইসন খুশিতে নেচে ওঠে। পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় আনন্দ নৃত্য করতে করতে বাইসনটি একপর্যায়ে মাটিতে গড়াগড়ি দিতে থাকে। প্রাণিটির এ নাচের সঙ্গে শীত শেষ হওয়ার সময়টি উদযাপনের মিল পাওয়া যায়।

উত্তর ক্যারোলিনা চিড়িয়াখানা কর্তৃপক্ষের পোস্ট করা ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বাইসনটি নৃত্য করতে করতে কুর্নিশ ভঙ্গিতে মাটিতে মুখ ও গলা ঘষছে। এরপর মাটিতে গড়াগড়ি দেয় সে। তারপর আবার উঠে পড়ে নানা ভঙ্গিমায় নৃত্য করতে করতে অন্য প্রাণিদের ভেতর ছুটে যাচ্ছে ৮০০ পাউন্ড ওজনের বাইসনটি।

ভিডিওটি শেয়ার হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে প্রায় এক লাখ মন্তব্য পড়ে এবং এক হাজারেরও বেশি শেয়ার হয়। 

সূত্র : ফক্স নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা