kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

পোলিশ চিড়িয়াখানায় শ্বেত পেঙ্গুইন

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ১৯:২১ | পড়া যাবে ১ মিনিটেপোলিশ চিড়িয়াখানায় শ্বেত পেঙ্গুইন

পোল্যান্ডের গদস্ক চিড়িয়াখানা পরিদর্শনকারীদের জন্য একটি মজার জিনিস অপেক্ষা করছে। এখন থেকে তারা সেখানে দেখতে পাবেন শ্বেত পেঙ্গুইন। চিড়িয়াখান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, গত ডিসেম্বরে ধরা পড়ে বিরল প্রজাতির এ পেঙ্গুইনটি। এটি এর বংশধরদের ভেতর একেবারেই ভিন্ন। এ কারণে ভিন্ন যে এর গায়ে সাধারণ পেঙ্গুইনের মতো কালো কোট নেই। 

প্রাণিটি একটি বনের মধ্যে পাওয়া যায়। কেননা, অন্য সাধারণ পেঙ্গুইনরা তাকে মেনে নেয়নি। এ কারণে বনের ভেতর এটি বেশ সমস্যাসঙ্কুল অবস্থার মধ্যে ছিল। সেখানে তার বেঁচে থাকার সম্ভাবনাও কম ছিল।

চিড়িয়াখানার পরিচালক মিকেইল তারগোস্কি শুক্রবার বলেন, 'শিশু পেঙ্গুইনটি 'শিকারীদের দ্বারা প্রথম আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল।'

সাদা পেঙ্গুইনটি চিড়িয়াখানায় তার বাবা-মা এবং দুই বন্ধু পেঙ্গুইনকে পেয়েছে।

তারোগোস্কি বলেন, পাখিটির বিশেষ যত্নের প্রয়োজন, কারণ এর গায়ে প্রতিরক্ষামূলক কালো রং না থাকায় রোগের প্রবণতা দেখা দিতে পারে।

পেঙ্গুইনটির লিঙ্গ এখনো পরিষ্কার নয় বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে। এটির ওজন ১.১ পাউন্ড। চিড়িয়াখানায় পশুপাখির দেখাশুনা করা দলটি সেখানে নতুন এ অতিথিকে পেয়ে  'অবিশ্বাস্যরকম খুশি'। 

সূত্র : ফক্স নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা