kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

১১০ মিলিয়ন বছরের পাখির পেটে ডিমের জীবাশ্ম

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৯ ১৯:২৭ | পড়া যাবে ১ মিনিটে১১০ মিলিয়ন বছরের পাখির পেটে ডিমের জীবাশ্ম

পেটে ডিম নিয়ে প্রায় ১১০ মিলিয়ন বছর আগে মারা গিয়েছিল পাখিটি। ওই ডিমসহ চড়ুই আকারের পাখিটির জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। সময়ের চাপে ডিমটি চূর্ণ ও চ্যাপ্টা হয়ে গেছে। 

২০ মার্চ নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১১ বছর আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছিল। ২০১৮ সালে বেইজিংয়ের একটি প্রধান ল্যাবরেটরির জীবাশ্মবিদরা ডিমটি পরীক্ষা করেন। তাঁরা লক্ষ্য করেন পাখিটির অস্থির মাঝে টিস্যুর একটি অদ্ভুত শিট রয়েছে। মাইক্রোস্কোপে টিসু পরীক্ষার পর দেখা যায় সেটি ছিল একটি ডিমের। 

জীবাশ্মবিদ মেরি স্কুইজারস-এর কাজের প্রতি সম্মান দেখিয়ে ডিমটির ধারক পাখিটির প্রজাতির নাম দেওয়া হয়েছে অ্যাভিমিয়া স্কুইজারি। এটি বিশ্লেষণে আরো চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। মা পাখিটির কঙ্কালটিতে মস্তিষ্কের হাড়ের একটি চিহ্ন রয়েছে যা ক্যালসিয়াম বহনকারী টিসু এবং যা ডিমের শেল গঠনে সহায়তা করে। এ থেকে প্রমাণিত প্রাচীন ওই পাখিটির প্রজননকালে এই টিসু  তৈরি হয়েছিল।

গবেষকরা মনে করছেন শেষ পর্যন্ত ডিমটির কারণেই পাখিটি মারা গিয়েছিল। 

সূত্র : সায়েন্স নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা