kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক মা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৯ ১২:৫৩ | পড়া যাবে ১ মিনিটেএকসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক মা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) সকালে শহরের উইম্যানস হসপিটাল অব টেক্সাস-এ ওই ছয় সন্তানের জন্ম হয়। 

মাত্র ৯ মিনিটের ভেতর দুইজোড়া যমজ অর্থাৎ চারটি ছেলে এবং একজোড়া যমজ অর্থাৎ দুটি মেয়ে শিশুর জন্ম দেন ওই নারী। নবজাতকদের ওজন এক পাউন্ড ১২ আউন্স থেকে দুই পাউন্ড ১৪ আউন্স পর্যন্ত। জন্মের পর মা ও শিশুরা সুস্থ আছে। 

হাসপাতালটির কর্মকর্তারা জানান, নবজাতকদের স্বাস্থ্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাদেরকে  হাসপাতালের অ্যাডভান্সড নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তাদের মাও সুস্থ আছেন।

ছয় নবজাতকের মধ্যে দুই যমজ মেয়ে শিশুর নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন তাদের মা। তিনি একজনের নাম রেখেছেন জিনা এবং অপরজনের জুরিয়েল। 

সূত্র : ফক্স নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা