kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

'বৃষ্টির মতো গুলির মাঝে দৌড়ে বের হয়ে আসি…'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৯ ১৭:৩৪ | পড়া যাবে ২ মিনিটে'বৃষ্টির মতো গুলির মাঝে দৌড়ে বের হয়ে আসি…'

রক্তমাখা জামাকাপড়সহ নুর হামজা। ছবি : নিউজিল্যান্ড হেরাল্ড

শান্ত নীরব ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে মুসল্লিরা এসেছেন জুমার নামাজ পড়তে। এর মাঝে হঠাৎ করেই গুলি শুরু হয়ে যায়। রাইফেলের গুলি খেয়ে চোখের সামনে ঢলে পড়তে থাকেন একে একে মুসল্লীরা! এখন পর্যন্ত অন্তত অর্ধশত মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলায় যেসব ভাগ্যবান বেঁচে গেছেন, তাদের একজন নুর হামজা। বেঁচে ফিরে গণমাধ্যমে বলেছেন তার অভিজ্ঞতার কথা।

মালয়েশিয়ান বংশোদ্ভূত নূর হামজা আশির দশকে নিউজিল্যান্ডে পাড়ি জমান। নিউজিল্যান্ডের শীর্ষ দৈনিক পত্রিকা নিউজিল্যান্ড হেরাল্ডের কাছে তিনি বলেন, 'বৃষ্টির মতো গুলির মাঝে কোনোমতে আমিসহ কয়েকজন মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে আসি। আশ্রয় নেই মসজিদের বাইরের পার্কিং এরিয়ায়। কী হচ্ছে ঠিক বুঝতে পারছিলাম না। বের হওয়ার সময় মসজিদের প্রবেশ পথের সামনে দেখেছি মৃতদেহের স্তুপ!'

৫৪ বছর বয়সী হামজার কাপড়ে লেগে ছিল রক্তের দাগ। যদিও তিনি অক্ষত আছেন। তিনি আরও বলেছেন, 'নিউজিল্যান্ডের ইতিহাসে এটা একটি কালো দিন। একটা ভয়াবহ বিপর্যয়। আমি কল্পনাও করতে পারছি না যে, এই দেশে এমন কিছু ঘটতে পারে! আমি জানি, এই ঘটনার শক আমাকে অনেকদিন ভোগাবে। আশা করি, আমি শক্ত থাকতে পারব।'

মন্তব্যসাতদিনের সেরা