kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

বন্ধু তালিকা ছেঁটে ফেলার সিদ্ধান্ত থেকে ১১ পাঠ

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৩৬ | পড়া যাবে ২ মিনিটেবন্ধু তালিকা ছেঁটে ফেলার সিদ্ধান্ত থেকে ১১ পাঠ

বন্ধুত্ব এমন এক জাহাজ যা আমরা বেছে নিই, নির্মাণ করি এবং তা নিয়ে যাত্রা করি। আমাদের স্মৃতিতে জমে থাকা অধিকাংশ ঘটনাই বন্ধুদের নিয়ে যা সত্যিকারভাবেই আমাদেরকে আনন্দ দেয়।

যাইহোক, সময়ের সাথে সাথে আমরা উপলব্ধি করি কীভাবে নিজেদের কল্যাণের জন্য আমাদের পথ ও  সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।

অনিবার্য কারণে আমাদের বন্ধু তালিকা থেকে কিছু বন্ধুকে বাদ দিতেই হয়। যা কেবল ক্ষতিকর- সে বিবেচনায় নয়। এটি করতে গিয়ে আমরা কিছু পাঠ গ্রহণ করি এবং এটি আমাদের জীবনকে আরো সহজ করে তোলে :

১। কিছু বন্ধু হতাশাপীড়িত যারা ক্রমাগত আমাদের মন খারাপ করে দেয়।

২। কিছু বন্ধু কেবল তখনই ফোন দেয় যখন তারা আমাদের সাহায্যের প্রয়োজন বোধ করে।

৩। তারা আমাদের জীবনে অনেক নাটক তৈরি করে যা আমাদেরকে অনুৎপাদনশীল করে তোলে।

৪। আমাদের বন্ধুদের বেশিরভাগই আমাদের আড়ালে বাজে কথা বলে, অথচ আমরা তাদের জন্য যথেষ্ট  ভালো।

৫। সব বন্ধুই আমাদের জীবনে পাশে থাকার চেষ্টা করেনি।

৬। অনেক বন্ধুর প্রয়োজন নেই, কয়েকজন বন্ধুই যথেষ্ট।

৭। আমাদের সাফল্যের পেছনে সব বন্ধু নয়।

৮। আমরা সত্যিই তখন বিকশিত হই যখন আমরা নিজেদের সঙ্গে সময় কাটাই।

৯। কিছু বন্ধু কেবল খারাপ প্রভাবের দৃষ্টান্ত।

১০। জীবনের যে কোনো পর্যায়ে সৃষ্টি হতে পারে নতুন কোনো সর্বোত্তম বন্ধু।

১১। কখনো কখনো পরিবারই হয়ে ওঠে বন্ধুদের সংঘ যা সবকিছু দিয়ে আপনার সঙ্গে থাকবে।

সূত্র : ইন্ডিয়া টাইমস 

 

মন্তব্যসাতদিনের সেরা