kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

যমজ ভাই-বোন কিন্তু বাবা দুজন!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:২৪ | পড়া যাবে ১ মিনিটে

যমজ ভাই-বোন কিন্তু বাবা দুজন!

তারা যমজ ভাই-বোন; আলেকজান্ডার ও ক্যালডার। তবে তাদের বাবা একজন নন। দুজন ব্যক্তি এদের বাবা। সায়মনের মেয়ে আলেকজান্ডার এবং গ্রিমের ছেলে ক্যালডার। 

জানা গেছে, ভিট্রো ফার্টিলাইজেশান বা আইভিএফ পদ্ধতিতে এটা সম্ভব হয়েছে। সায়মন ও গ্রিম বার্নি-এডওয়ার্ডস এ পদ্ধতিতে যমজ সন্তান জন্ম দিয়েছেন। 

আইভিএফ পদ্ধতির সময় দু’জনের থেকে একটি করে ভ্রূণ বেছে নেওয়া হয়। এই দুটি ভ্রূণ যৌথভাবে ও একই সময়ে একজন সারোগেট মায়ের শরীরে ইমপ্ল্যান্ট করা হয়। এই প্রক্রিয়াটির লক্ষ্য ছিল পরপর দু’বারের গর্ভধারণ থেকে দুজনের ডিএনএ সম্বলিত দুটি বাচ্চা ভূমিষ্ঠ করা।

সূত্র : বিবিসি 

মন্তব্যসাতদিনের সেরা