kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হতে চলেছেন এই নারী

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪২ | পড়া যাবে ২ মিনিটেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হতে চলেছেন এই নারী

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে তার মা হীরা বেন মোদির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী জারিনা ওয়াহাব। ওমুঙ্গ কুমারের চলচ্চিত্র ‘পিএম নরেন্দ্র মোদি' তে বরখা বিস্ত সেনগুপ্তকে দেখা যাবে তার স্ত্রী যশোদাবেন নরেন্দ্র মোদির ভূমিকায়।

জানা গেছে, মুখ্য চরিত্রে থাকছেন বিবেক ওবেরয়। বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ আজ শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এ খবর জানান।

‘চিতচোর', ‘শাওন কো আনে দো', ‘মাই নেম ইজ খান', ‘অগ্নিপথ', ‘দিল ধড়কনে দো' চলচ্চিত্রে জারিনা ওয়াহাবকে দেখা গেছে। তিনি অসংখ্য টিভি শো'তেও অভিনয় করেছেন।

বরখা বিস্তকে বিভিন্ন টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে, তার মধ্যে উল্লেখ্য ‘কসৌটি জিন্দেগি কি', ‘কাভ্যাঞ্জলি', ‘নামকরণ' প্রভৃতি। তিনি সঞ্জয় লীলা বানসালির ‘গলিও কি রাসলীলা রাম-লীলা'তে ছিলেন।

চলচ্চিত্রের স্টার কাস্ট নিয়ে প্রযোজক সন্দীপ সিং আগেই জানিয়েছিলেন, প্রচন্ড সম্ভাবনাময় এবং প্রতিভাময় অভিনেতা-অভিনেত্রীদের এই চলচ্চিত্রে নেয়া হচ্ছে। বিবেক ওবেরয় চলচ্চিত্রে নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করছেন। তিনিও নিজের লুক সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছিলেন আগেই।

‘পিএম নরেন্দ্র মোদি' আসলে বর্তমান প্রধানমন্ত্রীর বায়োপিক। চলচ্চিত্রটি ভারতে ২৩টি ভাষায় মুক্তি পাবে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা