kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

'পাকিস্তানি টক শো'তে মারামারির যে ভিডিও ভাইরাল... (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০৪ | পড়া যাবে ২ মিনিটে'পাকিস্তানি টক শো'তে মারামারির যে ভিডিও ভাইরাল... (ভিডিওসহ)

টক শোতে রাগারাগি, ঝগড়া এমনকী হাতাহাতির ঘটনা বিরল নয়। বাংলাদেশের টক শোতেই গালাগালির বেশ কিছু উদাহরণ আছে। নেতারা বেদম চটে গিয়ে প্রতিপক্ষকে মারধর শুরু করেন। গত কয়েকদিন ধরে একটি টিভি চ্যানেলের টক শোর ভিডিও ক্লিপ সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, টক শোতে আসা দুই অতিথি কথা বলতে বলতেই বেদম মারপিট শুরু করে দিয়েছেন।

বলা হচ্ছে, এটি একটি পাকিস্তানি টিভি চ্যানেলের টক শো। তবে অনুসন্ধানে যতখানি জানা গেছে, ভিডিওটি একটি আফগান টিভি চ্যানেল 'ওয়ান টিভি'র। এই ঘটনা ঘটেছিল ২০১৬ সালে। ওই চ্যানেলের একটি টক শোতে উপস্থিত ছিলেন তিন অতিথি। ২৯ সেকেন্ডের এই ক্লিপের শুরু থেকেই তুমুল উত্তেজনাকর আলোচনা চলছিল। এক পর্যায়ে এক অতিথি অপরজনকে মেরে বসেন। সঙ্গে সঙ্গে লেগে যায় তুলকালাম!

দুজনে চেয়ার ছেড়ে উঠে একে অপরকে বেদম প্রহার করতে থাকেন! দেখে মনে হচ্ছিল এটি রাস্তার কোনো মারামারির ঘটনা। এমন সময় চ্যানেলটির একজন কর্মী দৌঁড়ে স্টেজে ওঠেন। বোকা বনে যাওয়া উপস্থাপক তার সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একজনকে ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে দেওয়া হয়; আর অপরজনকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যান দুজন।

লাইভ টিভি শোতে এই কাণ্ডের ভিডিও দেখে নিন :

মন্তব্যসাতদিনের সেরা