kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

ভাইরাল হওয়ার মতো ভিডিও ধারণ করতে ১২ তলা থেকে ঝাঁপ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৯ ১৭:৩৫ | পড়া যাবে ১ মিনিটেভাইরাল হওয়ার মতো ভিডিও ধারণ করতে ১২ তলা থেকে ঝাঁপ

ভাইরাল হওয়ার মতো ভিডিও ধারণ করে জনপ্রিয় হওয়ার জন্য ১২ তলার বিলাসবহুল ক্রুজ থেকে সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়েছেন এক যুবক! ঘটনাটি ঘটেছে বাহামাসে।

ওই যুবকের নাম নিকোলাই নাইদেব বলে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা। বন্ধু-বান্ধবের সঙ্গে দল বেঁধে নিকোলাই গত সপ্তাহে বেড়াতে যান বাহামাসে।

যে ক্রুজে করে তারা বেড়াতে গিয়েছিলেন, সেই রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজের ১২ তলা থেকেই সমুদ্রে ঝাঁপ দিয়েছেন তিনি। এমনকি যখন নিকোলাই ঝাঁপ দিচ্ছিলেন, তখন পেছন থেকে তার বন্ধু-বান্ধবদের রীতিমতো উৎসাহ দিতেও দেখা যায় তাকে।

ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যায়। কেউ কেউ তাকে ‘বিরাট বোকা’ বলেও অভিহিত করেন।

অনেকেই বলছেন, এটি মৃত্যুকে পরোয়ানা দেওয়া ছাড়া আর কিছুই নয়। যদিও নিজের হয়ে সাফাই গাইতে নিকোলাই বলেছেন যে, মদ্যপ অবস্থায় এমনটি করে ফেলেছিলেন তিনি। যদিও তার এমন কাজে বা বক্তব্যে একদমই খুশি হয়নি ক্যারিবিয়ান রয়্যাল ক্রুজ সংস্থা। নিজেদের ক্রুজের সব রকম সুযোগ-সুবিধা থেকে তারা ব্যান করেছেন নিকোলাইকে।

মন্তব্যসাতদিনের সেরা