kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

রাগ কমাতে যেতে পারেন চীনের এই দোকানে

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৯ ১১:৪৫ | পড়া যাবে ১ মিনিটেরাগ কমাতে যেতে পারেন চীনের এই দোকানে

চীনের বেইজিংয়ে গত সেপ্টেম্বরে একটি দোকান খোলা হয়। রাগ, ক্রোধ কিংবা হতাশা কমাতে মানুষ সেখানে গিয়ে ইচ্ছেমতো জিনিসপত্র ভাঙতে পারে। ইতিমধ্যে দোকানটি জনপ্রিয় হয়ে উঠেছে।

ডয়চে ভেলের একটি ভিডিওতে দেখা যায়, লিউ চাও ও তাঁর বন্ধু বেইজিংয়ের স্ম্যাশ নামক একটি দোকানে গিয়েছেন। তাঁরা সেখানে গিয়ে মনের সাধ মিটিয়ে পুরনো একটি টেলিফোন ভাঙছেন।

সেখানে গিয়ে মানুষ ইচ্ছেমতো জিনিস ভাঙতে পারেন। এভাবে তাঁরা হতাশা, রাগ কিংবা ক্রোধ থেকে মুক্তি পেতে চান।

মদের বোতল থেকে শুরু করে পুরোনো টিভি, পিসি, ফার্নিচার, ম্যানিকিন ইত্যাদি ভাঙতে পারেন ক্রেতারা। আধ ঘণ্টার জন্য ক্রেতাদের প্রায় ২৩ ডলার দিতে হয়। 

মাত্র চার মাস আগে এই দোকান প্রতিষ্ঠা করেন জিন মেং ও তাঁর বন্ধুরা। প্রতিমাসে গড়ে প্রায় ছয়শ' জন এই দোকানে যাচ্ছেন। পুরনো জিনিস পাওয়া যায় এমন দোকান থেকে প্রয়োজনীয় পণ্য জোগাড় করা হয়।

কমপিউটার ভাঙার পর তার মেটাল চিপ রিসাইকেলের জন্য আলাদা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা