kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

রাস্তা দিয়ে হাঁটছে সিংহ, পিছনে গাড়ির সারি

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৯ ২০:১৫ | পড়া যাবে ১ মিনিটেরাস্তা দিয়ে হাঁটছে সিংহ, পিছনে গাড়ির সারি

রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় গরুর পাল, ভেড়ার পাল চলে যেতে হয়তো দেখেছেন। এ রকম ভাবেই যদি সিংহের পাল চলে আসে? তখন কী করবেন? ভেবে দেখেছেন কখনো?

দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে ঘটেছে এ ধরনের ঘটনা। বৃষ্টির পর রাস্তায় দাঁড়িয়েছিল একাধিক গাড়ি। সে সময় ওই সব গাড়িতে বসে আছেন পর্যটকরা।

পর্যটক বোঝাই সেই সব গাড়ির মাঝখান দিয়েই রাজকীয় ভঙ্গিমায় হেঁটে চলেছে চারটি সিংহ। পর্যটকদের ক্যামেরাকে কোনো রকম পাত্তা না দিয়েই লেজ দুলিয়ে আপন মনে হেঁটে চলে গেছে তারা।

সিংহ দেখতেই এসেছিলেন পর্যটকরা। কিন্তু নাকের ডগা দিয়ে সিংহ বেরিয়ে যাবে এ কথা বোধহয় তারা স্বপ্নেও ভাবেননি। তাই গাড়িতে বসেই সবাই ক্যামেরাবন্দি করতে থাকেন সেই দৃশ্য।

পরে সেব দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হওয় যায়। ঘটনাটি সপ্তাহখানেক আগের। এই এক সপ্তাহে প্রায় ২৫ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। ভিডিওটি শেয়ার করেছেন প্রায় ৪০ হাজার মানুষ।

মন্তব্যসাতদিনের সেরা