kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

মঞ্চে ‘লাল সালাম’ বলে জিভ কাটলেন সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়ক

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০১৯ ২৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেমঞ্চে ‘লাল সালাম’ বলে জিভ কাটলেন সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়ক

এত বছরের অভ্যাস যাবে কোথায়! জনসভায় ভাষণ শেষ করার আগে সদ্য দলত্যাগী বিধায়ক কানাই মণ্ডল বলেই ফেললেন, ‘লাল সালাম’।  ভুল বলে ফেলেছেন বুঝতে পেরেই তিনি দ্রুত জিভ কাটেন। তত ক্ষণে সভার মঞ্চ জুড়ে হাসির রোল পড়ে যায়। ওই কথা শুনে মুচকি হাসেন শুভেন্দু অধিকারীও।

এর আগে একই ঘটনা ঘটেছিল রেজিনগরের বিধায়ক রবিউল ইসলাম চৌধুরীর ক্ষেত্রেও। ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে রবিউল ইসলাম সদ্য শাসক দলে পা রেখেছেন।

সে বছরই কংগ্রেসের দখলে থাকা মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করার দিনে বহরমপুর পঞ্চাননতলা মোড়ের কাছে  সভার আয়োজন করে তৃণমূল। মঞ্চে হাজির ছিলেন রবিউল ইসলাম চৌধুরী।

বক্তব্য শেষে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা-মাটি-মানুষ জিন্দাবাদ বলার পরেই ‘অধীর চৌধুরী জিন্দাবাদ’ বলেই ভুল শুধরে নিতে জিভ কেটে হেসে ফেলেন তিনি।

পরে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী হাসতে হাসতে শুরুতেই বলেন, এত দিনের অভ্যাস এখনো কাটিয়ে উঠতে পারেননি রবিউলদা। আশা করছি দ্রুত কেটে যাবে।

মন্তব্যসাতদিনের সেরা