kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

নাক দিয়ে রক্ত গড়ানোর পরেও খবর পড়লেন সঞ্চালক

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৩ | পড়া যাবে ১ মিনিটেনাক দিয়ে রক্ত গড়ানোর পরেও খবর পড়লেন সঞ্চালক

কোরিয়ার ক্রীড়া উপস্থাপক জো হিউন-ইল যে জীবনের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

স্পোটিভির ‘এনবিএ’সেগমেন্টটি উপস্থাপনা করছিলেন জো হিউন-ইল। সে সময় হঠাৎ করেই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে।

কিন্তু সে কারণে তিনি স্টুডিও ছেড়ে উঠে চলে যাননি। সেই অবস্থাতেই ক্রীড়া জগতের বিভিন্ন খবর অবিচলভাবে উপস্থাপনা করে গেছেন।

সেই ভিডিও স্পোটিভি আপলোড করেছে টুইটারে। তার পর ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হিউল-ইলের নাক দিয়ে রক্ত গড়ানোর সময় তার সহকর্মীকে উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি থেকেছেন অবিচল। কাজের প্রতি এ রকম একাগ্রতা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

মন্তব্যসাতদিনের সেরা