kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

পেট্রল পাম্পে গ্যাস নিতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটালেন তিনি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৮ ২০:২০ | পড়া যাবে ১ মিনিটেপেট্রল পাম্পে গ্যাস নিতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটালেন তিনি

পেট্রল পাম্পে নিজের গাড়িতে গ্যাস ভরাতে গিয়ে এক ব্যক্তি এমন ঘটনা ঘটালেন, যার ফলে সারা পেট্রল পাম্পেই আগুন লেগে যায়। যদিও পেট্রল পাম্প কর্মচারীদের বুদ্ধির ফলে অল্প সময়েই বড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে যায় ওই পেট্রল পাম্পটি।

এ দুর্ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। পুলিশ ইতোমধ্যেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে। ঘটনাটিঘেটেছে নিউ জার্সি শহরে।

এই ঘটনার সিটিভিভি ফুটেজে পরিষ্কারভাবে দেখা যায়, কীভাবে গাড়ি চালক প্রথমে পেট্রল পাম্পে আসেন গাড়িতে গ্যাস ভরাতে। গ্যাস ভরাও শুরু করেন পাম্পের কর্মী, কিন্তু গাড়ি থেকে পাইপ বের করে নেওয়ার আগেই গাড়ি চালিয়ে বেরিয়ে যান ওই ব্যক্তি।

ফলে মেশিন থেকে পাইপটি উপড়ে চলে আসে, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় পাম্পে। তা দেখেই ছুটে আসেন কর্মীরা, কয়েক সেকেন্ডের মধ্যেই নিভিয়ে ফেলেন আগুন। মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বাঁচে পেট্রল পাম্প ও তার কর্মীরা।

ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক। তার সন্ধান করছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা