kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

প্রেমিকাকে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিড়ম্বনায় যুবক

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৮ ১৭:৩১ | পড়া যাবে ১ মিনিটেপ্রেমিকাকে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিড়ম্বনায় যুবক

প্রেমিকার ওপর চরম প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু সেটা করতে গিয়ে এমন অবস্থা হবে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি ওই ব্যক্তি।

জানা গেছে, কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেল লিকস নিজের প্রেমিকার ছবি অনলাইন সংস্থা ‘ইবে’-তে আপলোড করেন। তার পর সেটা ভাইরাল হয়ে যায়।

কয়েকদিন আগে ডেলের সঙ্গে তার প্রেমিকার ঝগড়া হয় একটি দোকানে। সেখানেই বেত দিয়ে ডেলের পশ্চাদদেশে আঘাত করে তার বান্ধবী। সেই আঘাতের পর দোকানের সব কর্মীদের সামনে লজ্জায় পড়ে যান ডেল।

এর পরে ডেল তার প্রেমিকার ছবি ই-কমার্স সাইট ‘ইবে’-তে আপলোড করেন। সেখানে তিনি প্রেমিকাকে গাড়ি হিসাবে বর্ণনা করেন। সেখানে লেখেন, গাড়িটি পুরনো কিন্তু বিক্রয়যোগ্য। দাম লেখেন প্রায় ৭০ লাখ টাকা।

এর পরেই ওই ই-কমার্স সাইটে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। গাড়ির বিজ্ঞাপনের জায়গায় নারীর ছবি দেখে অনেকেই অবাক হয়ে যান।

ডেল জানান, প্রচুর পরিমাণে ফোন ও মেসেজ আসার পরে তিনি প্রেমিকার ছবিটি সরিয়ে দেন। কিন্তু তার পরেও ফোন কিংবা মেসেজ আসা বন্ধ হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা