kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

চারশ হিংস্র প্রাণীর সঙ্গে বসবাস তার

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৩ | পড়া যাবে ১ মিনিটেচারশ হিংস্র প্রাণীর সঙ্গে বসবাস তার

তার খাবার টেবিলের উপর বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। আর বাগানে ঘুরে বেড়াচ্ছে ৫০ কেজি ওজনের কচ্ছপ। বিছানায়  সাত ফুট লম্বা কুমির। দরজার সামনেও কুমির।

ফ্রান্সের পশ্চিমে নান্তেস সিটিতে থাকেন ৬৭ বছর বয়সী ফিলিপে গিলেট। তার প্রিয় বন্ধু বলা যায় হিংস্র এসব প্রাণীদের। এই প্রাণীগুলো ছাড়াও র‌্যাটল স্নেক, ট্যারেন্টুলা, বিচিত্র টিকটিকিসহ প্রায় চারশ সরীসৃপ রয়েছে তার বাড়িতে।

কুমির দু'টি তার ব্যাপক প্রিয়। জানা গেছে, একটির নাম এলি এবং অন্যটির নাম গেটর। বিভিন্ন স্থান থেকে অসহায় প্রাণীদের নিয়ে এসে নিজের বাড়িতে আশ্রয় দেন তিনি।

সরীসৃপগুলোকে অসহায় জীব বলেই মনে করেন তিনি। সে কারণে তাদের ঘৃণা না করে যত্ন নেওয়ার পক্ষে মত তার।

তিনি জানিয়েছেন, তার এসব ভালোলাগায় প্রতিবেশীদেরও সমর্থন রয়েছে। অন্যথায় তিনি এসব প্রাণী নিজের বাড়িতে রাখতে পারতেন না।

যদিও দমকল বাহিনীর কর্মীরা তাকে সতর্ক করেছেন, যেন কোথাও আগুন লাগলে এই বাড়িতে কেউ আশ্রয় নিতে ঢুকে না পড়েন।

মন্তব্যসাতদিনের সেরা