kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

শিশুটি এখন বলিউড স্টার, বলুন তো কোন নায়িকা?

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩৫ | পড়া যাবে ১ মিনিটেশিশুটি এখন বলিউড স্টার, বলুন তো কোন নায়িকা?

মায়ের কোলে রয়েছে শিশুটি। হাসিমুখে সোজা তাকিয়ে ক্যামেরার দিকে। এই শিশুটি এখন অভিনেত্রী। বলিউডে বহুদিনে গড়েছেন নিজস্ব জায়গা। বলুন তো, কোন অভিনেত্রীর ছোট বয়সের ছবি এটি?

সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার প্রফেশনে আমি যতটুকু করতে পেরেছি সবটাই আমার মায়ের সমর্থন আর উৎসাহে …।' আন্দাজ করতে পারছেন, উনি কে?

শুধু অভিনয় নয়, বেশ কয়েক বছর হলো প্রযোজনাও করছেন তিনি। আবার এই নায়িকার একটি অন্য পরিচয়ও রয়েছে। তিনি এই মুহর্তে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। অর্থাৎ বিরাট কোহলির স্ত্রী।

এবার আর চিনতে অসুবিধে হওয়ার কথা নয়। এটি অানুষ্কা শর্মার ছোটবেলার ছবি। মায়ের সঙ্গে নিজের এই ছবিটি সোশ্যাল ওয়ালে দিয়েছিলেন নায়িকা। সামনেই মুক্তি পেতে চলেছে বরুণ ধাওয়ানের সঙ্গে তার নতুন ছবি ‘সুই ধাগা’। আপাতত তার প্রচারে ব্যস্ত তিনি।

মন্তব্যসাতদিনের সেরা