kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

যাত্রীদের ব্যাগের যত্ন করে প্রশংসিত এয়ারপোর্ট কর্মী (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৩ | পড়া যাবে ১ মিনিটেযাত্রীদের ব্যাগের যত্ন করে প্রশংসিত এয়ারপোর্ট কর্মী (ভিডিও)

ছবি অনলাইন

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের ব্যাগ ছেঁড়া-ভাঙ্গা কিংবা ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হওয়াও নিয়মিত বিষয়। কিন্তু বিশ্বের সবাই এমন নয়। দক্ষিণ আফ্রিকার এক এয়ারপোর্ট কর্মীর যাত্রীদের ব্যাগের যত্ন করার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

এয়ারপোর্টে যাত্রীদের ব্যাগ মানে অবহেলার জিনিস। এমনটা মনেই হবে না সেই এয়ারপোর্টের পরিস্থিতি দেখলে। ঝকঝকে প্রতিটি ব্যাগ এয়ারপোর্টের কনভেয়ার বেল্টে রাখা হচ্ছে। প্লেনে ওঠানামার সময় ব্যাগে লাগা ধুলোবালি সম্ভবত আগেই পরিষ্কার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায় দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এয়ারপোর্টের সেই কর্মী এয়ারপোর্টের প্রতিটি ব্যাগ সোজা করে গুছিয়ে রাখছেন। উল্টে যাওয়া ব্যাগগুলো সোজা করে সামনের দিকে রাখছেন তিনি, যেন প্রতিটি ব্যাগের মালিক সহজেই তা চিনে নিতে পারেন।

এভাবে ব্যাগের যত্ন করার দৃশ্য দেখে জেনিন ব্র্যান্ডি নামে এক যাত্রী তা ভিডিও করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে পড়ে।

অনেকেই সেই কর্মীর প্রশংসা করছেন। নিজের কাজটি নিষ্ঠার সঙ্গে করেও যে ভালো কিছু করা সম্ভব তার প্রমাণ যেন এই কর্মী।

সেই ভিডিওটির অংশবিশেষ দেখুন নিচে-

মন্তব্যসাতদিনের সেরা