kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

প্রথমবার মায়ের ডাক শুনল শ্রবণ প্রতিবন্ধী শিশু (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৮ ১৪:৪৮ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবার মায়ের ডাক শুনল শ্রবণ প্রতিবন্ধী শিশু (ভিডিও)

ছবি অনলাইন

শিশুটি জন্ম থেকেই কিছু শুনতে পেত না। এরপর পাঁচ মাস বয়সী শিশুটির ককলিয়া ইমপ্ল্যান্ট করার পর কানে শ্রবণ যন্ত্র লাগিয়ে দেন চিকিৎসকরা। এতে প্রথমবারের মতো মায়ের ডাক শুনতে পেয়েছে সে।

যুক্তরাজ্যের লিভারপুলের অ্যালডার হে চিলড্রেন্স হাসপাতালের ঘটনা এটি। অ্যালেক্স ডেনমান নামে পাঁচ মাস বয়সি শিশুটিকে কানে শোনার জন্য যন্ত্র স্থাপন করা হয়। এরপর শিশুটির প্রথমবারের মতো তার মায়ের কণ্ঠ শোনার ঘটনা রেকর্ড করা হয়।

শিশুর মা তাকে বলেন ‘হ্যালো এটা মা।’

এ কথার প্রতিক্রিয়ায় শিশুটির যে অসাধারণ প্রতিক্রিয়া হয়, তা উঠে এসেছে ভিডিওতে। ভিডিওটি টুইটারে ছাড়ার পর প্রায় ১১ হাজার মন্তব্য এসেছে। অসংখ্য ব্যক্তি এটি রিটুইট করেছেন।

ভিডিওতে দেখুন পাঁচ মাস বয়সি শিশু অ্যালেক্সের প্রথমবার মায়ের কণ্ঠ শোনার সে অভিজ্ঞতা-সাতদিনের সেরা