kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

বেলুগা তিমির আদলে বৃহদাকার প্লেন বানাল এয়ারবাস (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৮ জুলাই, ২০১৮ ১৪:৩৬ | পড়া যাবে ১ মিনিটেবেলুগা তিমির আদলে বৃহদাকার প্লেন বানাল এয়ারবাস (ভিডিও)

ছবি অনলাইন

এয়ারবাস কোম্পানি এবার প্রদর্শন করল তিমির আদলে তৈরি নতুন প্লেন বেলুগা এক্সএল। এটি দেখতে অনেকটা বেলুগা প্রজাতির তিমির মতো। সম্প্রতি ফ্রান্সের তৌলোসে এটি প্রদর্শিত হলো।

বেলুগা এক্সএল এয়ারবাস এ৩৩০-৭০০এল প্লেনটিতে রয়েছে নীল তিমির মতোই উজ্জ্বল চোখ ও মুখ। তবে বাস্তব মুখ নয়, এটি রঙ করে তৈরি।

প্লেনের যন্ত্রপাতি বহনের জন্য এর সামনের অংশ উন্মুক্ত করা যায়। এতে বিশাল আকারের প্লেনের ডানা ও বডির অন্যান্য যন্ত্রাংশ অনায়াসেই এটে যায়। এয়ারবাস কোম্পানির নিজস্ব প্লেন উৎপাদনের জন্যই বিশ্বের নানা স্থান থেকে আনা-নেওয়া করার জন্য এটি তৈরি।

অতীতেও এ ধরনের মডেলের প্লেন বানিয়েছিল এয়ারবাস। তবে এবারের বেলুগা এক্সএল মডেলটি আগের চেয়ে বড় ও বেশি জিনিস ধারণে সক্ষম। নতুন মডেলটি এখনো আকাশে ওড়ার অনুমতি পায়নি। সব কাজ শেষে ২০১৯ সালে এটি তার কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

ভিডিওতে দেখুন প্লেনটি-

মন্তব্যসাতদিনের সেরা