kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

কায়রোর প্রথম নারী মিনিবাস চালক তিনি

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৮ ১৫:১১ | পড়া যাবে ১ মিনিটেকায়রোর প্রথম নারী মিনিবাস চালক তিনি

ওম আবদুল্লাহ

বোরকা ও নিকাব পরেই মিনিবাস চালান তিনি। তার নাম ওম আবদুল্লাহ। তিনিই কায়রোর প্রথম নারী মিনিবাস ড্রাইভার। আর তার এই মিনিবাস কেবল নারী যাত্রীদের জন্য। 

জানা গেছে, গত বছর ওম আবদুল্লাহর স্বামী মারা যান। আর এরপর থেকেই ড্রাইভারের কাজ শুরু করেন তিনি। 

ওম আবদুল্লাহ বলেন, ' স্বামীর মৃত্যুর পর আমি অনুধাবন করলাম, চলতে হলে আমার কিছু করতে হবে। ছেলেমেয়েদের মানুষ করতে হবে। আমি গাড়ি চালানোর কথা ভাবলাম। কাজটা পছন্দও করি আমি।  আমি আগে কখনো মিনিবাস চালাইনি।'

তিনি বলেন, 'মিনিবাস কায়রোর অন্যতম জনপ্রিয় একটি গণপরিবহন।' 

মিনিবাস কোম্পানিটির প্রধান নির্বাহী ফাতিমা। তিনিই ওম আবদুল্লাহকে ড্রাইভারের চাকরি দিয়েছেন।

ফাতিমা জানান, ওম আবদুল্লাহকে কাজ দেওয়ার ব্যাপারে কিছু পুরুষ ড্রাইভার আপত্তি তুলেছিলেন। কেউ কেউ বলেন, নারীরা কাজ করলে আমাদের তো বাড়িতে বসে থাকতে হবে। কিন্তু, ধীরে-ধীরে অবস্থা পাল্টাতে লাগল।

ওম আবদুল্লাহ বলেন, 'এখন পুরুষ ড্রাইভাররা আমাকে তাদের সহকর্মী হিসেবেই দেখে।'

সূত্র : বিবিসিসাতদিনের সেরা