kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

বঙ্গবন্ধুকে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী 'কবির চাচা'র দরদী গান (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১৫:০৮ | পড়া যাবে ২ মিনিটেবঙ্গবন্ধুকে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী 'কবির চাচা'র দরদী গান (ভিডিও)

গান গাইছেন কবির চাচা

'আল্লাহু আকবার ও আল্লাহু আকবার, শেখ মুজিবরে ফিরাইয়া দাও আর একটিবার'...মনের দরদ ঢেলে গানটি গেয়ে যান কবির চাচা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে তার বাস। দৃষ্টি প্রতিবন্ধী তিনি। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশে গলায় সুর তুলেছেন। এলাকায় কবির চাচা নামেই পরিচিত। তার গলায় এই গানটি স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। 

আরো পড়ুন: বরফের আস্তরণ ভেঙে বেরিয়ে আসছে নাসারন্ধ্র, কার?

...শেখ মুজিব যদি দেশে নাই আসিতো, এই দেশ স্বাধীন তবে কে করিতো...চমৎকার কথামালায় সাজানো গানটি সবাই মুগ্ধ হয়ে শোনেন। ফেসবুক ও ইউটিউবের কল্যাণে কবির চাচার গান ছড়িয়ে পড়ছে চারদিকে। তিনি সুরে সুরে ছড়িয়ে দিচ্ছেন বঙ্গবন্ধুকে। 

দু চোখে না দেখলেও মনের আলোতে তিনি দেখেন শেখ মুজিবকে। জাতির জনকের গল্প বলে যান মানুষের মাঝে। কথা ও সুরের সঙ্গে তাল নিজেই মেলান দুই আঙুলের চুটকিতে। আর গেয়ে যান...শেখ মুজিব যদি খোদা বাঁচিয়া থাকিতো...কারো দ্বারে হাত আর পাতা না লাগিতো...তাই তো খোদা তোমার কাছে ফরিয়াদ জানাইয়া যাই...শেখ মুজিবরে ফিরায় দিলে মনে কষ্ট নাই। 

আরো পড়ুন: হাঙরের কবল থেকে মানুষকে বাঁচানোর নজির গড়ল তিমি


সূত্র : ফেসবুক, ইউটিউব 

মন্তব্যসাতদিনের সেরা