kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

রাজকীয় বিয়ে

বিয়েতে সবার জন্য উপহার ছিল একটি করে হিরার আংটি!

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৭ ১৬:০৩ | পড়া যাবে ১ মিনিটেবিয়েতে সবার জন্য উপহার ছিল একটি করে হিরার আংটি!

বিয়েতে বর-কনেকে হিরা উপহার এখন বাঙালি মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। কিন্তু যখন বিয়েতে আগত অতিথিদের দেওয়া হয় বিশুদ্ধ হিরার আংটি! সেটাই সত্যি হয়েছিল কুয়েতের আমিরের নাতির বিয়েতে। মান্যগণ্য অতিথিদের স্বাগত জানানো হয়েছিল হীরক অঙ্গুরীয় দিয়ে।

বছর আড়াই আগে বিয়ে করেন শেখ ফাহাদ বিন নাসের বিন সাবাহ আল আহমদ। তিনি কুয়েতের আমির বা কুয়েতের রাজার নাতি। বিয়ের পাত্রী ছিলেন ফে বিনত লোয়ে বিন জাসিস আল খারাফি। তিনি কুয়েতের সংসদের অধ্যক্ষের নাতনি। রাজকীয় এই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আগত অতিথি-অভ্যাগতদের মধ্যে ভিআইপি কিছু কম ছিলেন না। তাঁদের জন্য নিমন্ত্রণকর্তার তরফে উপহার ছিল প্রতি জনে একটি করে হিরার আংটি। রাজপুত্রের বিয়ে বলে কথা! এমন স্বাগত-উপহার না হলে কখনও জমে!

মন্তব্যসাতদিনের সেরা