kalerkantho

রবিবার । ২৫ আগস্ট ২০১৯। ১০ ভাদ্র ১৪২৬। ২৩ জিলহজ ১৪৪০

১৫৭ বছর আগের এই ছবিতে নারীর হাতে ওটা কি?

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৭ ১৭:১৮ | পড়া যাবে ২ মিনিটে১৫৭ বছর আগের এই ছবিতে নারীর হাতে ওটা কি?

এই চিত্রটি তৈরি করা হয়েছিল ১৮৬০ সালে। বর্তমানে এই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। ছবিতে যে নারীটি রয়েছেন তার হাতে একটি জিনিস রয়েছে অনেকের মতে এটা স্মার্টফোন হতে পারে। তবে স্মার্টফোন এসেছে দশ বছর আগে। আর এই ছবিটি ১৫৭ বছর পুরানো। এখন বিতর্ক তৈরি হয়েছে যে ছবিটি নারীটির হাতে কি রয়েছে।

এই চিত্রটি অস্ট্রিয়ান চিত্রশিল্পী ফার্দিনান্দ জর্জ ওয়াল্ডমুলার তৈরি করেছেন। যেখানে এক নারীর হাতে স্মার্টফোন থাকার কথা বলা হচ্ছে। তবে এই ছবিটির বয়স দেখে সম্ভবত বলা ঠিক নয় যে তার হাতে স্মার্টফোন রয়েছে।

গ্লাসগো শহরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পিটার রাসেল এই ছবিতে প্রথমবার বিষয়টি লক্ষ্য করেন। এই অদ্ভুত পেইন্টিং মিউনিখ নিউ পিনাকোটেক মিউজিয়ামে রয়েছে। যারা এই ছবিতে দেখেছেন তাদের মতে এটা আইফোন।

রাসেল বলেছেন, 'এটা খুবই মজার যে উন্নত প্রযুক্তির সাথে, মানুষের মতামত নিয়েও একটা বড় পার্থক্য রয়েছে। ১৮৬০ সালের চিত্রটি দেখে কেউ বুঝতে পারছে না এটা স্মার্টফোন। আমাদের জীবনে স্মার্টফোন এমনভাবে এসেছে যে আমার এটা ছাড়া চলতে পারি না।'

তবে এটা প্রথমবার নয় যে প্রাচীন শিল্পকর্ম দেখে মানুষ অবাক হয়েছেন। ১৯৩০ সালের একটি ছবিতে এক ব্যক্তির হাতে দেখা গিয়েছিল আইফোন।

- ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা