kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

বাতিল হলো ওয়ান চাইল্ড পলিসি

কালের কণ্ঠ অনলাইন   

২৮ ডিসেম্বর, ২০১৫ ১০:৩৯ | পড়া যাবে ১ মিনিটেবাতিল হলো ওয়ান চাইল্ড পলিসি

পুরনো অধ্যায় এর অবসান ঘটে সূচনা হলো নতুন এক অধ্যায়ের। এতদিন পর্যন্ত চীনে নিয়ম ছিল কোনো দম্পতি দুটি সন্তান গ্রহণ করতে পারবে না। রবিবার থেকে থেকে সে নিয়ম বদলে করা হয়েছে এবার থেকে যেকোনো দম্পতি চাইলে একের বেশি সন্তান গ্রহণ করতে পারবে।

চীনা সংসদের উচ্চকক্ষ ১৫৯ সদস্যের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটিতে এই আইন পাশ করা হয়েছে। যদিও NPC-র সম্মতি একপ্রকার আনুষ্ঠানিকই ছিল বলে জানা গিয়েছে তার কারণ প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বধীন কমিউনিস্ট পার্টি এর আগেই এর সম্মতি দিয়ে দিয়েছিল।   

দীর্ঘ সাড়ে তিন দশক ধরে এই নীতিতে রোধ করা গিয়েছে ৪০ কোটি জন্মগ্রহণ। কিন্তু এর ফলে সাধারণ মানুষের মধ্যে বার্ধক্য বেড়ে গিয়েছে অনেক বেশি। সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে ২০১৪ সাল পর্যন্ত ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা ছিল ২১.২ কোটি। যা দেশের মোট জনসংখ্যার ১৫.৫ শতাংশ। ২০৫০ সালের মধ্যে আশা করা হচ্ছে চীনে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে ৫০ কোটিতে।  

 

মন্তব্যসাতদিনের সেরা