kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

ভালোবাসার সম্পর্ক শেষ, মুছে ফেলতে হবে সঙ্গীর নগ্ন ছবি

কালের কণ্ঠ অনলাইন   

২৭ ডিসেম্বর, ২০১৫ ১২:০৬ | পড়া যাবে ২ মিনিটেভালোবাসার সম্পর্ক শেষ, মুছে ফেলতে হবে সঙ্গীর নগ্ন ছবি

এখন থেকে জার্মানিতে কারও সঙ্গে ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর যে কেউ তার সাবেক সঙ্গীকে তাদের নগ্ন ছবি মুছে ফেলার অনুরোধ করতে পারবে। এই অনুরোধের পর সেই সঙ্গীকে অবশ্যই সেটা মানতে হবে। গত অক্টোবরে জার্মানির কোবলেন্স শহরের আদালত এই রায় দেয়। গত সোমবার (২১ ডিসেম্বর) সেই রায় বহাল রাখার কথা জানায় জার্মানির সর্বোচ্চ আপিল আদালত বুন্ডেসগেরিস্টসহোফ (বিজিএইচ)। এক নারী তার সাবেক সঙ্গী এক ফটোগ্রাফারের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর, ওই সঙ্গীকে তার নগ্ন ছবি তোলার অনুমতি দিয়েছিলেন।

এরপর দুজনের মধ্যে যৌনমিলনের আগে ও পরে বেশ কিছু ছবি তোলা হয়। এ ছাড়া ওই নারী নিজেও নিজের নগ্ন ছবি তুলে সেগুলো ওই ফটোগ্রাফার সঙ্গীকে দিয়েছিলেন। আদালত বলেছে, যদিও ওই নারী ছবিগুলো তোলার অনুমতি দিয়েছিলেন, কিন্তু যেহেতু সেগুলো শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য তোলা হয়েছিল, কোথাও প্রকাশ কিংবা প্রচারের জন্য নয়, তাই ছবিগুলো নিজের কাছে রাখার অধিকার নেই ওই ফটোগ্রাফারের। সাবেক সঙ্গীকে নিজেদের নগ্ন ছবি মুছে ফেলতে বাধ্য করার অধিকার নাগরিকদের রয়েছে বলে জানায় বিজিএইচ।

তবে ওই ফটোগ্রাফার তার সাবেক সঙ্গীর সব ছবি মুছে ফেলতে বাধ্য হবেন না। বিশেষ করে ঘুরতে যাওয়ার সময় পোশাক পরা অবস্থায় যে ছবিগুলো আছে সেগুলো চাইলে রেখে দিতে পারবেন তিনি। কারণ আদালত মনে করছে, ওই ছবিগুলো ‘কম ক্ষতিকর'। মুছে ফেলতে হবে এমন ছবির সংজ্ঞাও ঠিক করে দিয়েছে আদালত। এগুলো হচ্ছে, সেই ছবিগুলো যেখানে ওই নারীকে পুরো নগ্ন কিংবা অর্ধনগ্ন দেখাচ্ছে, যে ছবিগুলোতে ওই নারীর শরীরের গোপন অংশ দেখা যাচ্ছে এবং যৌনমিলনের আগে ও পরের ছবি।

 

মন্তব্য