kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

প্রসঙ্গ : যৌনশিক্ষা

সন্তান কোথা থেকে আসে? : শিশুর প্রশ্ন

কালের কণ্ঠ অনলাইন   

৩০ নভেম্বর, -০০০১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্তান কোথা থেকে আসে? : শিশুর প্রশ্ন

স্বাভাবিকভাবেই সন্তানের প্রশ্ন থাকে শিশু কোথা থেকে আসে। আর শিশুর এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যৌনশিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাজ্যের ছায়া শিক্ষামন্ত্রী ত্রিসরাম হান্ট। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
ত্রিসরাম মনে করেন, শিশুদের একেবারে প্রাথমিক স্কুল থেকেই যৌনশিক্ষা চালু করা উচিত। তার মতে, শিশু অবাস্তব রূপকথা বিশ্বাস করার বদলে যৌনশিক্ষা পাওয়া ভালো।
মি. হান্ট এক বক্তব্যে তার ছোটবেলার নানা কাহিনী বর্ণনা করেন এবং যৌনশিক্ষা সে সময় কতটা বিভ্রান্তিকর ছিল, তা তুলে ধরেন। তিনি জানান, এখন তার চার দশক পেরিয়ে গেছে। এটি এখনও সংকুচিত করা হচ্ছে।
তিনি দাবি করেন, যৌনশিক্ষার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। কারণ ছোট শিশুরা তাদের চারপাশ দেখে শেখে। তারা তাদের নিকট আত্মীয়দের মাঝে গর্ভবতী নারীদের দেখে। আর এসব বিষয় দেখে তাদের মাঝে প্রশ্ন তৈরি হয়। আর এসব বিষয়ের উত্তর দেওয়ার জন্যই যৌনশিক্ষা দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

মন্তব্যসাতদিনের সেরা