<p>ঘন ঘন মাথা ন্যাড়া করার ফলে শিশুর চুল ঘন হয়, এমন বিশ্বাস রয়েছে আমাদের অনেকের মাঝে। এই বিশ্বাস কি আসলেই সত্যি? এই পুরনো বিশ্বাস বলে যে নবজাতক শিশুর নরম চুল ছেঁটে দিলে চুল ঘন হয়। সাংস্কৃতিক ঐতিহ্য প্রায়ই এই অভ্যাসকে উৎসাহিত করে। কিন্তু বিজ্ঞান এমন কিছুতে বিশ্বাস করে না।</p> <p>চুলের বৃদ্ধি মাথার ত্বকের উপরিভাগ ছাড়া অন্যান্য কারণের ওপর নির্ভর করে। ন্যাড়া করার ওপর চুলের প্রাকৃতিক টেক্সচার বা ঘনত্ব পরিবর্তন করে না। শিশুর চুল ঘন হবে কি না, তা মূলত জেনেটিক কারণে নির্ভর করে। এমনটাই জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞরা।</p> <p>শিশুর জন্মের সময় তাদের চুল প্রায়ই পাতলা ও নরম থাকে (যাকে বলা হয় ভেলাস হেয়ার)। সময়ের সঙ্গে সঙ্গে হরমোনের পরিবর্তন ও জেনেটিক কারণে তারা স্বাভাবিকভাবেই ঘন এবং আরো বেশি কালো হয়ে যায়। চিকিৎসকরা বলছেন, ন্যাড়া করলে এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গরমে পায়ের গোড়ালির ফাটা দূর করবে যে ৪ জিনিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/25/1742899078-733536cc0b609eb02b22f59c6f297043.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গরমে পায়ের গোড়ালির ফাটা দূর করবে যে ৪ জিনিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/03/25/1496985" target="_blank"> </a></div> </div> <p>একটি শিশুর মাথা ন্যাড়া করে দেওয়ার প্রক্রিয়া বিজ্ঞানের পরিবর্তে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে। শিশুর চুল স্বাভাবিকভাবেই প্রায় ৬-১২ মাসের মধ্যে ঘন হয়ে যায়। ১ থেকে দেড় বছর বয়সের মধ্যেই অনেক বাবা-মা শিশুর মাথা ন্যাড়া করিয়ে দেন। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে তাদের শিশুদের চুল এমনিতেই বড় ও ঘন হতে থাকে।</p> <p>অর্থাৎ শিশুকে ন্যাড়া করানোর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হলো তার চুল পরিষ্কার ও স্ক্যাল্প রোগমুক্ত রাখা। চুল কাটিয়ে দিলে গরমে আরাম লাগতে পারে ঠিকই। কিন্তু তার জন্য চুলের গুণমান পরিবর্তিত হবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রক্তাল্পতার লক্ষণ যেগুলো" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/23/1742704331-d73269ab56b7d7c46e41d784c697a044.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রক্তাল্পতার লক্ষণ যেগুলো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2025/03/23/1495909" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : নিউজ ১৮</p>