<p>বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি। যারা প্রায়ই শাড়ি পরেন তারা সাধারণত সুতি, হাফসিল্ক বা তসরের শাড়ি পরেন। বিশেষ অনুষ্ঠান ছাড়া বেনারসি, কাতান, জামদানির মতো ভারী শাড়িগুলো পরা হয় না। দামি শাড়িগুলো যত্নের অভাবে আলমারিতে নষ্ট হয়ে যেতে পারে। </p> <p>শাড়ির সঠিক যত্ন কিভাবে নেবেন বা আলমারিতে কিভাবে সাজিয়ে রাখবেন, তার জন্য রইল কিছু সহজ টিপস :</p> <p>১. ভারী ও দামি শাড়িগুলো আলাদা ওয়ার্ডরোবে রাখুন। নকশা করা শাড়িগুলো খবরের কাগজ বা পাতলা কাপড়ে প্যাক করে রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি আলমারির একটি আলাদা অংশে শাড়িগুলো ঝুলিয়ে রাখতে পারেন। এ ক্ষেত্রে হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন।</p> <p>২. শাড়ির ওপর দাগ পড়লে দ্রুত তা তুলে ফেলুন। দাগ তুলে ফেলতে ঠাণ্ডা পানিতে শাড়ি ধুয়ে ফেলুন। দাগ অনেক বেশি হলে হোয়াইট ভিনেগার, লেবুর রস বা অল্প সাবান দিয়ে পরিষ্কার করতে পারেন।</p> <p>৩. শাড়ি আয়রন করার সময় সাবধানতা অবলম্বন করুন। শাড়ির ধরন অনুযায়ী আয়রন সেটিং ঠিক করুন। </p> <p>৪. সব শাড়ি ওয়াশিং মেশিনে ধোয়া যায় না। সুতির শাড়ি মেশিনে ধুয়ে নিতে পারেন। কিন্তু ভারী বা দামি শাড়ি হাতে ধুলে ভালো হয়। রং উঠে যাওয়ার ভয় থাকলে আগে একটি টেস্ট করে দেখুন বা ড্রাই ক্লিনিং করান।</p> <p>৫. শাড়ি ভাঁজ করে আলমারিতে রাখলে তা অনেক সময় একই অবস্থায় পড়ে থাকে। সিল্ক বা জরি দেওয়া শাড়ি বছরের পর বছর একইভাবে ভাঁজ করে রাখলে তা কেটে যেতে পারে। তাই মাঝে মাঝে শাড়িগুলো উল্টেপাল্টে দিন। শাড়ি অন্ধকার, ঠাণ্ডা জায়গায় রাখলে ভালো হয়।</p> <p>সূত্র : টিভি নাইন বাংলা</p>